বৃষ্টি এলো রোদের বাড়ি খোকন-খুকু হাসে, ঠান্ডা-জ্বর খেঁকশিয়ালির ভরদুপুরে কাশে।
ডাঙায় এলো চিতল পুঁটি খুশি বকের ঝাঁক, খালের জলে বিলের জলে কোলাব্যাঙের ডাক।
ছোট ছোট পিঁপড়ে বানায় কলা পাতার ছাতা, টোনাটুনিরা বাসা বুনেছে ডুমুর গাছের পাতা।
আপনার মতামত লিখুন :