ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কলাকেন্দ্রে মেঘনাদবধ শিল্প প্রদর্শনী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মার্চ ১৮, ২০২৫, ১১:৩৮ এএম কলাকেন্দ্রে মেঘনাদবধ শিল্প প্রদর্শনী

কলাকেন্দ্রে সম্প্রতি শেষ হলো চিত্রশিল্পী কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্প প্রদর্শনী ‘মেঘনাদবধ’। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রদর্শনীর আয়োজন ছিল।

 

১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রদর্শনীটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম।

 

শিল্পী মাসুম চিশতি দীর্ঘদিন ধরে ভাষা ও চিত্রকলার সংমিশ্রণে নতুন দৃশ্যভাষা নির্মাণের চেষ্টা করছেন। ২০১৪ সাল থেকে তিনি ‘মেঘনাদবধ কাব্য’ নিয়ে কাজ শুরু করেন। মধুসূদনের কাব্যের ভাষার শক্তিশালী চিত্রকল্প তার শিল্পকর্মে উঠে এসেছে।

 

প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে মেঘনাদের যুদ্ধ, আধুনিক যুদ্ধযান ও সমাজের বিভিন্ন প্রতিচিত্র। ভাষা ও চিত্রকলার সংমিশ্রণে তিনি নতুন এক গল্প  তৈরি করেছেন।

 

শিল্পী মাসুম চিশতি বাংলাদেশের চিত্রকলার জগতে এক পরিচিত নাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ সম্পন্ন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে তার চিত্রকর্ম জায়গা পেয়েছে।

Side banner