ই-রিটার্ন প্রস্তুত, জমা সর্ম্পকিত তথ্য ও সহযোগিতার জন্য অনলাইনে ফ্রি সেমিনারের আয়োজন করেছে মোতালেব একাডেমি। রোববার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় অনলাইন (মাইক্রোসফট টিমস) মাধ্যমে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
Income Tax Return Preparation & Submission (আয়কর রিটার্ন প্রস্তুতি ও জমা) নামে এই সেমিনারে আলোচক থেকে যাবতীয় বিষয়ের ওপর বক্তব্য রাখবেন চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশনের (আইটিপি) সদস্য মো. ইরফান এবং মো. শহিদুল আলম।
এতে আগ্রহীদের তাদের সেমিনার লিংকে গিয়ে Meeting ID: 424 785 025 206 Passcode: mv3Ju67r যোগদানের আহবান জানানো হয়েছে।
এছাড়াও বিস্তারিত জানতে — 01898-922677, 01988-899600, হোয়াটস অ্যাপ— 01898-922677, মেইল- info@motalebacademy.com, ফেইসবুক— facebook/Motaleb Academy-মোতালেব একাডেমি এবং ওয়েব সাইটঃ www.motalebacademy.com যোগাযোগ করতে জানানো হয়েছে।
উল্লেখ্যে, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, TIN (Tax Identification Number) সার্টিফিকেট থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এছাড়াও সরকারী প্রায় ৪৮ ধরনের সেবা নিতে হলে Tax Return জমার স্লিপ আবশ্যক। সময়মতো ট্যাক্স রিটার্ন জমা দিয়ে জরিমানা এড়িয়ে চলুন, ট্যাক্স রিটার্ন সঠিকভাবে জমা না দেয়া আপনার জন্য বিপদের কারণ হতে পারে।
এ ক্ষেত্রে আরো উল্লেখ্যে, চলতি করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ২০২৫ সালের ৩১ জানুয়ারি।
আপনার মতামত লিখুন :