ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আইপিও আইনের খসড়া সুপারিশের ওপর মতামত আহ্বান

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ৮, ২০২৫, ১১:০২ এএম আইপিও আইনের খসড়া সুপারিশের ওপর মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সংশ্লিষ্ট আইনের খসড়া সুপারিশের ওপর সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও পক্ষগুলি তাদের মতামত আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ই-মেইলে পাঠাতে পারবেন।

 

সোমবার (৭ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং তার সম্পর্কিত আইন নিয়ে টাস্কফোর্স ইতোমধ্যে কমিশনের কাছে খসড়া সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশগুলো শেয়ারবাজারের সংস্কার এবং উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে বিএসইসি আশা করছে।

 

শেয়ারবাজার সংস্কারের জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন সম্পর্কিত টাস্কফোর্সের সুপারিশে মতামত পাঠানোর জন্য ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে: suggestion.iporules@sec.gov.bd। সংশ্লিষ্ট সবাইকে তাদের মতামত আগামী ১৫ এপ্রিলের মধ্যে এই ই-মেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।

 

এই উদ্যোগের মাধ্যমে বিএসইসি শেয়ারবাজারের আইনি কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা করছে, যা বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে এবং বাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

 

শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও সরকারের অব্যাহত প্রচেষ্টা শেয়ারবাজারে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সহায়ক হবে।

Side banner