ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইসিবির নতুন ডিএমডি নুরুল হুদা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ১৩, ২০২৫, ০৮:০১ পিএম আইসিবির নতুন ডিএমডি নুরুল হুদা

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন মো. নুরুল হুদা। এর আগে তিনি অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে আইসিবির ডিএমডি করা হয়েছে।

 

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থে‌কে প্রজ্ঞাপ‌নের মাধ‌্যমে তা‌কে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

 

নুরুল হুদা ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবনে সততা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের কেন্দ্রীয় হিসাব বিভাগ, প্রকল্প ঋণ, তহবিল ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করপোরেট শাখা ও সার্কেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও তহবিল ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় স্পিকার হিসেবেও ভূমিকা রেখেছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তী সময়ে মার্কেটিং বিভাগ থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। তার গ্রা‌মের বাড়ি পিরোজপুর জেলায়।

Side banner