ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ছেলে কখনো জানতে চায়নি, আমার মা কোথায় : তুষার

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:৪৬ পিএম ছেলে কখনো জানতে চায়নি, আমার মা কোথায় : তুষার

জিতেন্দ্র পুত্র তুষার কাপুর। বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন। স্টারকিড হিসেবেই থেমে থাকেননি, অভিনয় দিয়ে নিজের পায়ের নিয়ের মাটি শক্ত করেছেন তুষার।

 

ক্যারিয়ারে যখন ব্যস্ত সময় পার করছেন, তখনই ব্যক্তিজীবনে এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। বাবা হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তুষার তখনও বিয়ে করেননি। 

 

বাবা মাকে বুঝিয়েছিলেন সারোগেসির মাধ্যমে সন্তান নেবেন। প্রথমে সবাইকে বোঝাতে একটু কষ্ট হলেও পরবর্তীতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের সিদ্ধান্তে অনঢ় থাকবেন। 

 

তেমনটাই হয়। সারোগেসির মাধ্যমে পৃথিবীর আলো দেখে তুষারের সন্তান লক্ষ্য। 

 

অভিনেতা জানান, সকলের মা-বাবা থাকে, তবে তার সন্তান লক্ষ্যর কখনোই মনে হয়নি মা কোথায়। বাবার কাছে কখনো জানতেও চাননি, মায়ের খোঁজ।

 

এক সাক্ষাৎকারে তুষার বলেন, হয়তো সমাজের কাছে এটা খুব একটা পরিচিত ছবি নয়, তবে আমার সন্তানের কাছে তার পরিবার পরিপূর্ণ। লক্ষ্যের কখনোই মনে হয়নি তার জীবনে অন্য কাউকে লাগবে, বাবা আমার মা কোথায় এই প্রশ্ন কোনওদিন সে করেনি। কারণ সে বোঝে, তুষার কাপুরই তার মা-বাবা। 

 

তুষার কাপুর স্পষ্ট করেন, তিনি যখন এই সিদ্ধান্ত নেন তখনও তার বিশ্বাস ছিল এখানে কোনো ভুল নেই। সন্তানের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রেখে চলেছেন। পরবর্তীতে যদি কখনো তার মনে হয় জীবনসঙ্গী প্রয়োজন আছে, নিঃসন্দেহে সেই বিষয়ে তখন ভেবে দেখবেন। 

Side banner