ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

বছরের শুরুতেই অর্থহীনে নতুন মুখ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জানুয়ারি ১, ২০২৫, ০১:০৬ পিএম বছরের শুরুতেই অর্থহীনে নতুন মুখ

সংগীত জগতের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। বরাবরই তরুণ মিউজিশিয়ানদের নিয়ে কাজ করে দলটি। তারই ধারাবাহিকতায় বছরের শুরুতেই নতুন মুখকে স্বাগত জানাল করিয়ে দিল ব্যান্ডটি।

 

‘অর্থহীন’ ব্যান্ডের নতুন মুখ তরুণ গিটারিস্ট এহতেশাম আলী মঈন‌। নতুন বছরের সারপ্রাইজ এনাউন্সমেন্টে অর্থহীন তাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন এই গিটারিস্টকে স্বাগত জানায় দলটি।

 

পাশাপাশি আগামীকাল ২ই জানুয়ারি ফেসবুক লাইভে বেশ কিছু ঘোষনা নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানায় তারা।‌ শুধু সদস্যই নয়, এখন থেকে ‘অর্থহীন’র অ্যালবামেও পরিবেশনা থাকবে মঈনের।

 

‘ফিনিক্সের ডায়েরি এক’প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি টু’ অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি। খুব শিগগিরই ঘোষণা নিয়ে আসবে ‘অর্থহীন’। বর্তমানে ‘বেজবাবা’ খ্যাত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।

Side banner