ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রেমিকা রিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বান্ধবী রিধের

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ৩, ২০২৫, ০৩:০৫ পিএম সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রেমিকা রিয়াকে নিয়ে  চাঞ্চল্যকর তথ্য বান্ধবী রিধের

সময়টা ২০২০ সালের ১৪ জুন, হুট করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। 

 

হত্যা নাকি আত্মহত্যা—সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্ত সূত্রে নাম জড়িয়েছিল একাধিক বলিউড তারকার। অভিনেতার বোনসহ তার শুভাকাঙ্ক্ষীদের দাবি হত্যা করা হয়েছিল এ তারকাকে। এবার সিবিআইয়ের তদন্তে জট খুলল মৃত্যুর রহস্য। জানা গেল, হত্যা নয় বরং আত্মহত্যা করেন অভিনেতা।

 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে মুম্বাইয়ের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে দাবি করা হয়েছে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি সিবিআই। সুশান্ত আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারী সংস্থাটি। 

 

ওই প্রতিবেদন আরও জানা গেছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আদালতে আসেননি অভিনেতার বোন।

এদিকে, নায়কের মৃত্যুর পর হত্যার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী ও প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। অভিনেতাকে হত্যার দায়ে এক মাস কারাগারে থাকতে হয় এই বলি তারকাকে। সেই সময় রিয়ার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছেন রিয়ার বান্ধবী রিধি হিরানন্দানি। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিধি দাবি করেছেন, সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়াকে ‘বলির পাঁঠা’ করা হয়েছিল। তার মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছিলেন রিয়ার পরিবার। আমি দেখেছিলাম, ওরা কীভাবে ভেঙে পড়েছিল। তাদের মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত হয়ে পড়েছিল। রিয়া যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল তা অকল্পনীয়। ওদের দেখলে খুব অসহায় লাগত।

 

রিয়ার পরিবারের সকলে খুব ভদ্র। হঠাৎ করে সুশান্তের চলে যাওয়া, অভিনেত্রীর ওপর হত্যার অভিযোগে খুব খারাপ সময় পার করছিল তার পরিবার। তার ভাষায়,  ওদের বিরুদ্ধে সবাই ঘৃণা ছড়াচ্ছিল। সেটা সবাই বেশ উপভোগ করছিল। কেউ সত্যিটা জানতে আগ্রহী ছিল না। রিয়া ছিল বলির পাঁঠা।


 
এই পরিস্থিতিতে রিয়ার মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল। গলা দিয়ে আওয়াজ বার হত না। মন্দিরে গিয়ে হাতজোড় করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন। নিধি যোগ করেন, সেই সময়ে ওরা শুধুই নিজেদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতেন।

 

রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীও হত্যার অভিযোগে বেশ কিছু দিন কারাগারে ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শৌভিকের বয়স সেই সময়ে মাত্র ২৩ বছর। ও খুব ভালো একটি কলেজে পড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কলেজে ভর্তি হতে পারেনি। রিয়ার কর্মজীবন এক মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছিল। ওদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনার পরে রাতারাতি রিয়া ‘ভিলেন’ হয়ে যায়।

Side banner