বছর দেড়েক আগের কথা। নিজের মৃত্যুর ভূয়া খবর ছড়িয়ে তোলপাড়ের সৃষ্টি করেন বলিউড সেনসেশন পুনম পাণ্ডে। মৃত্যুর খবর ছড়িয়ে পরক্ষণেই জানান বেঁচে আছেন তিনি।
এবার তেমনই কাণ্ডই যেন ঘটালেন ওপার বাংলার টিভি পর্দার তারকা দম্পতি। শনিবার দুপুরে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন।
যেখানে তিনি লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। সুদীপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব।’
টলিউডের মিষ্টি জুটি হিসেবেই পরিচিত এই দম্পতির বিচ্ছেদের ঘোষণায় স্বভাবতই মন খারাপ হয় ভক্তদের। বিচ্ছেদের কারণ খুঁজতে যোগাযোগ করা হয় সুদীপের সঙ্গেও। তিনি এমন খবর শুনে জানান, এসবের কিছুই জানেন না। বর্তমানে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
কয়েক ঘণ্টা পরেই ফেসবুকে এক লাইভে হাজির হন সুদীপ। যেখানে তিনি জানান, চারিদিকে ডিভোর্সের খবর দেখে স্ত্রীর নাকি মনে হয়েছে তাদের বিচ্ছেদের খবর রটলে কী প্রতিক্রিয়া হতে পারে।
তিনি বলেন, ‘নাটকের মহড়ায় আছি। কাল সারাদিন শুটিংয়ে ছিলাম। এমতাবস্থায় আমার স্ত্রী পৃথা একটি প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করে। যেখানে সে আমাদের ডিভোর্সের কথা জানান।’
অভিনেতা বলেন, আমি এসবের কিছুই জানতাম না। আসলে ওর হঠাৎ মনে হয়েছে চারিদিকে এত ডিভোর্স ডিভোর্স খবর হচ্ছে যদি এরকম কোনও খবর আমাদের নিয়ে হয়, তাহলে কীহবে? ব্যাপারটা অতটা ভেবে দেখেনি, যে এটা নিয়ে সামাজিক মাধ্যমে রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে তা বুঝতে পারেনি!
সুদীপ আরও যোগ করেন, ‘আমিও সারাদিন শুটিংয়ে ছিলাম, বিষয়টা জানতামই না। হঠাৎ করেই দেখলাম আমার কাছে অনেক ফোন আসছে। একটাই কথা বলার, জাস্ট এমনিই পোস্ট করেছিল সে। ইটস এ প্র্যাঙ্ক। আমরা একসঙ্গেই আছি। এ সিম্পল প্র্যাঙ্ক গন রং।’
অভিনেতার লাইভের পরই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। সুদীপ ও পৃথাকে তাদের পাল্টা প্রশ্ন, ‘আপনারা তারকা? মানুষজন আপনাদের দিকে তাকিয়ে থাকে। সেখানে মজার ছলে এসব অসংবেদনশীল কাণ্ড ঘটানো কতটা জরুরি?’
অনেকেই আবার প্রকাশ করেছেন সন্দেহ। তারা বলছেন, ‘বিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক! প্রথম দেখলাম। সত্যিটা কোথাও গিয়ে আড়ালে চলে যাচ্ছে না তো?’
আপনার মতামত লিখুন :