ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব, প্রশ্ন অভিনেতার

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ২০, ২০২৫, ০৭:১২ পিএম এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব, প্রশ্ন অভিনেতার

সদ্যই সাতপাকে বাঁধা পড়ে শুভেচ্ছায় ভাসছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরকীয়া, লিভ ইন নয়, সোজা ছাদনাতলায় গিয়ে অনেকেরই মন জয় করেছেন তিনি। কিন্তু তার মাঝেই অভিনেতা রুদ্রনীল ঘোষের বিয়ে নিয়ে মন্তব্যে ওপার বাংলায় তোলপাড়।

 

অতীতে রুদ্রনীল ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। কিন্তু তিনি নিজে কখনই সোজাসুজি এই সম্পর্কগুলোর কথা স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি। 

 

তবে একবার একটি সম্পর্ক ভাঙার সময় আইনি জটিলতায় জড়ান বিজেপি নেতা, তথা অভিনেতা। এবার সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে সেই বিষয় নিয়ে কথা বললেন রুদ্রনীল ঘোষ।

 

অভিনেতা জানান, দুজন পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর মধ্যে তাদের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হলে, ঘনিষ্টতা হলেও বিয়ে করা বাধ্যতামূলক নয়। 

 

রুদ্রনীলের মতে, বিয়ে করার কথা ভেবে কেউই ঘনিষ্ট হন না শারীরিকভাবে। দুজনের সম্মতিই যথেষ্ট এমন সম্পর্কের জন্য। 

 

অভিনেতা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, একজন বিয়ে করতে চাইছে বলেই আরেকজনকেও বিয়ে করতে হবে এমনটা নয়। বাধ্যতামূলক নয় বিষয়টা।

 

এদিন রুদ্রনীল ঘোষ আরও বলেন, মেয়েরা আইনের থেকে সম্পূর্ণ সমর্থন পায় বলে অনেকেই এই আইনের অপব্যবহার করে থাকেন।

 

অভিনেতার মতে, বিছায়ায় শুয়েছি বলেই বিয়ে করতে হবে এমন নয়। তার কথায়, ‘দুজনের সম্মতিতে বিছানায় শুয়েছি। বিয়ের কথা ভেবে শুইনি।’

 

রুদ্রনীলের এই বক্তব্য সামনে আসার পর থেকেই ভক্তমহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ অভিনেতার পক্ষ নিয়েছেন। কেউ আবার তার সমালোচনা করেছেন। 

 

প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষের সেই প্রাক্তন বান্ধবী তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার পর বিয়ের কথা বলেছিলেন। অভিনেতাকে চাপ দিয়েছিলেন। কিন্তু তিনি তখন ক্যারিয়ারে মন দিতে চেয়েছিলেন বলে বিয়ে করতে চাননি। এরপর সেই প্রেমিকা বিষয়টা নিয়ে আদালত পর্যন্ত যান। যে কারণেই অভিনেতার কণ্ঠে বিয়ে, শারীরিক সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা মন্তব্য শোনা গেল। 

Side banner