বিরল আইপিএফ রোগে ভুগছিলেন জাকির হোসেন, কেন হয় এই রোগ?
ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস (আইপিএফ) একটি দীর্ঘস্থায়ী, প্রগতিশীল ফুসফুসের রোগ। এটা হলে ফুসফুসের নরম অংশগুলো নষ্ট হয়ে যায় এবং সেখানে ক্ষতের সৃষ্টি হয়। এতে ফুসফুসের কলাগুলো (টিস্যু) মোটা ও শক্ত হয়ে যায়, ফলে ফুসফুসে বাতাসের থলিগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তখনই শুরু হয় শ্বাস নেওয়ার সমস্যা।