ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৪:০১ পিএম রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে তিন দিনব্যাপী দশম স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সরঞ্জাম প্রদর্শনী 'মেডএক্সপো ২০২৪'। বুধবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। 

 

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা আগ্রহী ব্যক্তিদের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিনামূল্যে পরামর্শ প্রদান করবেন।

 

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

 

প্রদর্শনীটির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. একে আজাদ খান বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষ জনবলের অভাব আছে। কিন্তু বর্তমান বিশ্ব আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে যেভাবে এগিয়ে চলছে, আমাদেরকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আশা করছি এই প্রদর্শনী ও আয়োজকদের মাধ্যমে প্রযুক্তিগত চিকিৎসায় আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো।

 

প্রদর্শনীটির আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় কম্যুনিকেশন্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপ। প্রদর্শনী প্রসঙ্গে ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম বলেন, তিনদিনের এই মেডিকেল প্রদর্শনীটি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেডএক্সপো ২০২৪ এ স্বাস্থ্যসেবা, মেডিকেল বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বশেষ অগ্রগতি প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতারা উভয়েই এই প্রদর্শনী থেকে লাভবান হবেন বলে বিশ্বাস করি।

 

জানা গেছে, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুতকারক ও সরবরাহকারী কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ স্টেট অব দা আর্ট পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনী চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে।

 

প্রদর্শনী চলাকালে ৭ নভেম্বর বিকেল ৩টায় ভারতের এপোলো হসপিটালস গ্রুপ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি সেমিনার আয়োজন করবে। প্রদর্শনী ভেন্যুতে আয়োজিত সেমিনারটিতে জয়েন্ট প্রতিস্থাপনে রোবট প্রযুক্তির ব্যবহার এবং ল্যাপরোস্কপিক সার্জারিতে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।

 

তিনদিনব্যাপী প্রদর্শনীটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

 

মেডএক্সপো ২০২৪ এর হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং মিডিয়া পার্টনার বাংলাদেশ মনিটর।

Side banner