ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুর সরকারি কলেজে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোরের মালঞ্চ | মুকিতুর রহমান ডিসেম্বর ৮, ২০২৪, ০৮:৩৬ পিএম লক্ষ্মীপুর সরকারি কলেজে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

 লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে এই ক্যাম্পেইন শুরু হয় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে।


লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের প্রতিষ্ঠাতা তারেক আজিজ জনির সঞ্চালনায় ব্লাড ক্যাম্পেইনটি উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, মওদুদ ইলাহি, মাহাবুব ইলাহি সানি, মাজহারুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন; হাসিবুর রহমান অভি, সারোয়ার হোসেন, রাফিকা মেহনাজ, নাফিসা, সনিয়া, শ্রাবণী, পলাশ, মোবারক, রাকিব, তুহিন, আসিফ, রাহাত, রানা, সাজিদ, রবিউল ফারাবী, মেহেদী, হৃদয়, সাজিদ, রবিউল প্রমুখ।

 

অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুর রহমান বলেন, ‘ব্লাড ক্যাম্পেইন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রক্তের গ্রুপ সকল শিক্ষার্থীরা জানা উচিত। আমি সব সময় তোমাদের পাশে আছি। আজকে এমন একটি আয়োজন করায় সত্যিই আমরা আনন্দিত।’

 

প্রতিষ্ঠাতা তারেক আজিজ জনি বলেন, ‘আমরা আজকে প্রায় ৩০০ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ পরীক্ষা করেছি। এছাড়া আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৬০০ ওদিক রক্তদান করেছি সাধারণ মানুষদের। শিক্ষক এবং শিক্ষার্থীদের অনেক সহযোগিতা পেয়েছি। সকলের সহযোগিতা পেলে আমরা আরো এগিয়ে যাবো।’

 

এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
 

Side banner