আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথমে ১০ একর এলাকায় দেখা দিলেও পরবর্তীতে ২ হাজার ৯০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।
ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। এ ছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন।
দাবানলের জেরে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুতহীন হয়ে পড়েছে। প্রতিবেশী সান বার্নার্ডিনোতে ৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল বলেছেন, ‘রাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।’
কয়েকটি ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের আকাশ। দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :