ঈদের দিন ঘরেই তৈরি করুন মজাদার খাসির মাংসের কোরমা
ঈদ মানেই উৎসব-আনন্দের দিন। বিশেষ এ দিনটিতে বাড়িতে বাাড়িতে চলে রান্নার আয়োজন। মুরগি, গরুর নানা পদের পাশাপাশি উৎসবের এ দিনটিতে বাড়িতে তৈরি করতে পারেন সুস্বাদু খাসির মাংসের কোরমা। এছাড়া মেঘলা দিনে কিংবা ইফতারেও একটু ভিন্ন স্বাদ আনতে খাসির মাংসের জুড়ি মেলা ভার। ঠান্ডা আবহাওয়ায় ভাত বা পোলাওয়ের সাথে এই সুস্বাদু