ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বৈশাখে ভাজতে পারেন পাটপাতার বড়া, দেখুন রেসিপি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ১০, ২০২৫, ০৪:৫৬ পিএম বৈশাখে ভাজতে পারেন পাটপাতার বড়া, দেখুন রেসিপি

গরম পড়ে গেছে। হালকা দেশীয় খাবারেই আরাম এখন। এখন সময় পাটপাতার। পয়লা বৈশাখের দিনেও বানাতে পারেন এই পদ। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

 

 

পাট পাতার বড়া বানাতে পারেন পয়লা বৈশাখেছবি: সাবিনা ইয়াসমিন

 

উপকরণ: কচি পাটপাতা ২০ থেকে ২৫টি, বেসন ১ কাপ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, কালিজিরা সামান্য পরিমাণ, পানি পরিমাণমতো, সয়াবিন তেল পরিমাণমতো, চালের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া সিকি চা-চামচ (ঐচ্ছিক), মরিচের গুঁড়া সিকি চা-চামচ (ঐচ্ছিক)।

 

প্রণালি: তেল আর পাতা ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে মাখান। পানি কম হলে আরেকটু মিশিয়ে নিন। পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল দিন। তেল গরম হলে একটা একটা করে পাতা মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে। সোনালি রং হলে তেল থেকে উঠিয়ে পরিবেশন করুন।

Side banner