দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আক্রান্ত না হয়নি। তবে পুড়ে গেছে বাসের অনেক অংশ।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে জেলার মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটি এইচএ প্লাস পরিবহনের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নেভান।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :