যশোরের চৌগাছায় ট্রলির চাপায় শাওন আহমেদ (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে চৌগাছা উপজেলার হাজরাখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, গত রোববার মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তার এক বন্ধু নিহত হয়। অপর এক বন্ধু আহত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আহত ওই বন্ধুকে দেখতে যশোর যায় শাওন। সেখানে তাকে দেখে মোটরসাইকেলে ফেরার পথে হাজরাখানা এলাকায় আসলে বিচালি বোঝায় ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা শাওনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বিচলি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয় ।
আপনার মতামত লিখুন :