যে ভাতা পাই তা দিয়ে চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে চিকিৎসক রয়েছেন তারা এক থেকে দেড় লাখ টাকা ভাতা পান।
ভাতা বৃদ্ধির দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করছেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়ায় রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা বলেন, ‘যে ভাতা পাই তা দিয়ে চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে চিকিৎসক রয়েছেন তারা এক থেকে দেড় লাখ টাকা ভাতা পান। কিন্তু আমরা ৫০ হাজার টাকা দাবি করছি।’
তাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের দাবি যুক্তিযুক্ত। কিন্তু অর্থ মন্ত্রণালয়ে ফাইল আটকে রেখেছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
গত ২১ ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে আগামী ২২ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকগণ কর্মবিরতি পালন করবে।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে বৈষম্য দূর করতে এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আপনার মতামত লিখুন :