ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

সবাইকে নতুন বই দিতে না পেরে উপদেষ্টার দুঃখ প্রকাশ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জানুয়ারি ১, ২০২৫, ০২:১৮ পিএম সবাইকে নতুন বই দিতে না পেরে উপদেষ্টার দুঃখ প্রকাশ

বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ জন্য নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি। 

 

বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) ইএফটি কার্যক্রম এবং এনসিটিবির ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

 

 

এর আগে একই অনুষ্ঠানে এনসিটিবির চেয়ারম্যান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। মাধ্যমিকের আটটি বই পৌঁছানো যাবে ১০ তারিখের মধ্যে৷ ২০ তারিখের মধ্যে সব বই পেয়ে যাবেন শিক্ষার্থীরা৷ 

এনসিটিবি বলছে, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই এরমধ্যেই পৌঁছে গেছে স্কুলে৷আরও চার কোটি যাবে আজকের মধ্যে৷ 

 

এনসিটিবি চেয়ারম্যান জানান, এবার বই ছাপানোর আগে আড়াই মাসের মধ্যে পরিমার্জন করতে হয়েছে ৪৪১টি বই৷ অতিরিক্ত বই ছাপাতে হয়েছে ছয় কোটি ৭৯ লাখ৷ বাড়ানো হয়েছে বইয়ের উজ্জ্বলতা এবং মান৷ 

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, সব বই পৌঁছাতে ৩০ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। 

Side banner