ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

উৎপাদনে ফিরলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জানুয়ারি ৭, ২০২৫, ১২:৫৭ পিএম উৎপাদনে ফিরলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রায় দুই মাস পর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। 

 

সোমবাব রাতে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১১টায় একাত্তর টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা। 

 

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টা থেকে ইউনিটটির থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। 

 

এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিলো। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

Side banner