ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সেনাপ্রধানের ইমামতিতে নামাজ পড়লেন রাষ্ট্রপতিসহ অতিথিরা 

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মার্চ ২৭, ২০২৫, ১০:০১ এএম সেনাপ্রধানের ইমামতিতে নামাজ পড়লেন রাষ্ট্রপতিসহ অতিথিরা 

রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে সেনাপ্রধানের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করেন। 

 

সেখান থেকে ধারণ করা এক ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

 

প্রসঙ্গত, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

Side banner