ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিরতির পর আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয়

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ১৩, ২০২৫, ১১:০৭ এএম বিরতির পর আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয়

দুইদিন বিরতির পর আবারও দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিবলয়। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

 

রোববার (১৩ এপ্রিল) বিডব্লিউওটি ঢাকা পোস্টকে এ তথ্য জানায়।

 

বিডব্লিউওটি জানায়, গত দুইদিন বিরতির পর আজ থেকে বৃষ্টিবলয় আবারও দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে। এর ফলে আজ থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। মানে আকাশ এই পরিষ্কার, আবার হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ, সঙ্গে কালবৈশাখী ঝড়, এরপর বজ্রসহ বৃষ্টিপাত এবং পরে আবহাওয়া পরিষ্কার।

 

সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয় আগামী ১৭ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত দেশের ওপর সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে। বৃষ্টিবলয় ঝটিকা দেশের প্রায় ৭০ বা ৮০ শতাংশ এলাকায় বৃষ্টি ঘটাতে পারে।

Side banner