ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আনন্দ শোভাযাত্রায় কৃষক-রিকশাচালকদের প্রতিনিধিদের অংশগ্রহণ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ১৪, ২০২৫, ১০:২৬ এএম আনন্দ শোভাযাত্রায় কৃষক-রিকশাচালকদের প্রতিনিধিদের অংশগ্রহণ

নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন কৃষক ও রিকশাচালক শ্রেণির প্রতিনিধিরা, যা ছিল আয়োজনের একটি মানবিক ও ব্যতিক্রমী দিক।

 

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

 

সরজমিনে দেখা যায়, শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন কৃষক ও রিকশাচালক প্রতিনিধিরা। তারা ‘নববর্ষ হোক সবার’সহ নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

 

কৃষক দলের প্রতিনিধিরা সাদা লুঙ্গি, গেঞ্জি, মাথায় মাতলা, হাতে কাচি বা মাছ রাখার খালই, কুলা, চালুনিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সরঞ্জাম প্রদর্শন করেন। অন্যদিকে রিকশাচালকরা তাদের রিকশা সাজিয়ে মাথায় নতুন গামছা বেঁধে অংশ নেন।

Side banner