ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে কমওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে কমওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আর্ন্তার্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Side banner

আরো ফটো অ্যালবাম