২৮ জানুয়ারি
কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী শিমা আক্তারের দায়িত্ব নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। এসময় সীমার হাতে ভর্তিসহ শিক্ষা কার্যক্রমের জন্য আর্থিক অনুদানের চেক তুলে দেন ডিসি।
-
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাবেদকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামী এই আওয়ামী লীগ নেতা।