ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজাবাসীর শান্তিপূর্ণ হরতাল আহ্বানে ইনসানিয়াতের একাত্মতা প্রকাশ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ৭, ২০২৫, ১১:১৪ এএম গাজাবাসীর শান্তিপূর্ণ হরতাল আহ্বানে ইনসানিয়াতের একাত্মতা প্রকাশ

বিশ্বব্যাপী বিপন্ন গাজাবাসীর শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

 

রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, গাজা, ফিলিস্তিন ও ইয়েমেনে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে, যেখানে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা, তার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং অবৈধ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে নিরীহ মানুষের ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। এর প্রতিবাদে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতালের আহ্বান জানানো হয়েছে। এই মানবিক ও ন্যায়ভিত্তিক উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

 

আরও বলা হয়, সব ধর্ম, মত ও পথের মানবিক মানুষদের প্রতি আহ্বান– ধর্মের নামে হিংসা ও সাম্প্রদায়িকতা বর্জন করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, মানবিক বিশ্ব গড়ি। যেখানে থাকবে সবার জন্য সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা। এ লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতির পথে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

Side banner