ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাহরাইনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ১, ২০২৪, ০২:১১ পিএম বাহরাইনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাহরাইনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৭ অক্টোবর) রাজধানী মানামায় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে বাহরাইন যুবদল। 

 

বাহরাইন যুবদলের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং লিমন ও জসীমউদ্দীনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দলের প্রয়াত নেতা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন যুবদল নেতা হারিজ খলিফা। গেস্ট অব অনারে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন। প্রধান বক্তা হিসেবে ছিলেন যুবনেতা কবির মাহমুদ, বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ঐক্য পরিষদের সভাপতি কামাল উদ্দিনসহ নুরুন্নবী, কাজী সালমান, আমির হোসেন, শাহনেওয়াজ, সাখাওয়াত হোসেন, সেলিম আহমেদ, বোরহানউদ্দিন এবং বাহরাইন যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বাহরাইন যুবদলের এমন একটি জাঁকজমক অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ দেন। তারা বলেন, শুধু মানামা নয়, গোটা বাহরাইনে যুবদলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। 

 

তারা আরও বলেন, সদ্য বিদায়ী ফ্যাসিবাদী শক্তি যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে লুটপাট, ব্যাংক ডাকাতি আর উন্নয়নের নামে কোনো ভাওতাবাজি ভণ্ডামি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Side banner