জার্মানির রাজধানী বার্লিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সফররত শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
জার্মানির স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানী বার্লিনের কোইপেনিকের মেক্সিকান রেস্তোরাঁ জালাপিনোসে তাকে সংবর্ধনা দেন জার্মান বিএনপি, বার্লিন বিএনপি ও দলের অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জার্মানিতে বসবাসরত শরীয়তপুর জেলার প্রবাসীরা।
বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদারের সভাপতিত্বে ও বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক জিএস বাবুল ইসলাম ও পলাশ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াতের পর জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যম আলোচনা সভা শুরু হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গনি সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউক্রেন বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন চঞ্চল, জার্মান বিএনপির সহ-সভাপতি অপু চৌধুরী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবাদুল কাদের, বার্লিন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরাগ, জার্মান বিএনপির প্রচার সম্পাদক তাহের হাওলাদারসহ আরও অনেকে।
এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন যুবদল নেতা ওয়াহিদ নয়ন, বার্লিন যুবদলের সভাপতি আসিফ আহম্মেদ, বার্লিন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, আবু তাহের, শাহাদাৎ রাকিবসহ অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, ক্ষমতা হারিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। নইলে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগ বৃথা যাবে।
প্রধান অতিথি শফিকুর রহমান কিরণ তার বক্তব্যে কিরণ জার্মানিতে বসবাসরত শরীয়তপুর জেলার সব প্রবাসীসহ জার্মান বিএনপি এবং দলের সব অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দেশের সঙ্গে সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে ধ্বংস করতে নানাভাবে চেষ্টা করে গেছে। কিন্তু তার সবই বিফলে গেছে। তাই এখনই সময় বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে আবারও শক্তিশালী করে নির্বাচনে জয়ী করে দেশ পরিচালনার ভার কাঁধে তুলে নেওয়ার।
এসময় তিনি শেখ হাসিনা ভারতে পালিয়ে দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেন।
ভারত বন্ধু নয়, বরং প্রভু কিংবা শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান কিরণ বলেন, ভারত কখনোই বাংলাদেশের মঙ্গল চায়নি। সাম্প্রতিক নানা উসকানিমূলক ঘটনায় তা পরিষ্কার। একইসঙ্গে তিনি উন্নত দেশ গড়তে সর্বস্তরের প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।
শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে জার্মান বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বার্লিন বিএনপিসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ও প্রবাসীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :