ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চীনে বিজয় দিবস উদযাপন করলো বিএনপি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:১৫ এএম চীনে বিজয় দিবস উদযাপন করলো বিএনপি

চীন প্রতিনিধি

বিএনপি বৃহত্তর চীন শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ছিল আলোচনা সভা, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

 

সোমবার (১৬ ডিসেম্বর) চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরের ভিয়েনা হোটেলের হল রুমে দিনব্যাপী উদযাপন করা হয় বিজয় দিবসের অনুষ্ঠানটি।

 

কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মো. নাদিম আহমেদের সঞ্চালনায় বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদ আহমেদ।

 

এ সময় বক্তব্য দেন, জাহিদুল ইসলাম জাহিদ, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, মো. সাখাওয়াত হোসেন কানন, মো. ওয়ালী উল্লাহ, মোহাম্মদ হাসেমসহ আরও অনেকে।

 

শতাধিক চীন প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দিনব্যাপী আয়োজনে ব্যাডমিন্টন, বিলিয়ার্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও র‍্যাফেল ড্র, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে জমকালো বিজয় দিবস ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Side banner