আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মালদ্বীপে বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে বাংলাদেশিদের একটি দল।
শুক্রবার রাজধানী মালেতে ফুটসাল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে ‘শ্রীলঙ্কান লায়ন্স’কে ৪-৩ গোলে হারায় বাংলাদেশিদের ‘তিলাফুশি ফুটবল ক্লাব’।
ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালদ্বীপসহ মোট পাঁচ দেশের ২০টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশি ফুটবল ক্লাব ‘দেশি ফুটবল টিম’ (ডিএফটি)।
সারাদিনের বৃষ্টি উপেক্ষা করেও প্রবাসীদের ফুটবল উচ্ছ্বাস ছিল তুঙ্গে। দৈনন্দিন কর্মব্যস্ততার বাইরে প্রবাসীদের উজ্জীবিত করতে টুর্নামেন্টের গ্রাউন্ড স্পন্সর ছিল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ঢাকা ট্রেডার্স’।
সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও দিনব্যাপী ম্যাচগুলো অনুষ্ঠিত হয় মালেতে ফুটসাল মাঠে। একে একে বিদায় নেয় অংশগ্রহণকারী দলগুলো, তবে ফাইনাল ম্যাচটি ছিল শুরু থেকেই উত্তেজনায় ভরা।
নির্ধারিত সময়ে দুই দলই সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াইয়ে ‘শ্রীলঙ্কান লায়ন্স’কে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘তিলাফুশি ফুটবল ক্লাব’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ। তিনি বলেন, প্রবাসীদের নিয়ে এমন আয়োজনে দূতাবাস আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা ট্রেডার্সের মালিক বাবুল হোসেন ও ব্যবসায়ী আক্তার হোসেন।
আয়োজক ‘দেশি ফুটবল টিম’-এর ম্যানেজার নজরুল ইসলাম মামুন বলেন, “আমাদের স্বপ্ন ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা। সেই স্বপ্ন সফল হয়েছে। সারাদিন বৃষ্টির মধ্যেও সবাই মিলে খেলেছি, উপভোগ করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
আপনার মতামত লিখুন :