ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুন ১৫, ২০২৪, ০১:৩৩ পিএম বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম, পরিচয় জানা সম্ভব হয়নি।

accident-BANANI1

বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল তৈরি করছেন। এখনও নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি, তার বয়স ৫০ থেকে ৫৫ হতে পারে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাসের ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।

Side banner