ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

ভোরের মালঞ্চ | মুকিতুর রহমান সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১২:২৭ পিএম আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

ভায়াডাক্ট দেবে বন্ধ হয়ে গেছে রাজধানীর আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রোরেল চলাচল।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় ভায়াডাক্ট দেবে যায়। এ ঘটনায় বন্ধ রয়েছে মেট্রো।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘ওই পথে বড় একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।’

Side banner