ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে ট্রাকচাপায় নারীর মৃত্যু

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:২৬ এএম রাজধানীতে ট্রাকচাপায় নারীর মৃত্যু

রাজধানীর দারুসালাম থানার টেকনিক্যাল মোহনা পাম্পের সামনে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৩২) এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দারুস সালাম থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক জানান, খবর পেয়ে টেকনিকেলের মোহনা পাম্পের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয়দের কাছে জানতে পারি নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ড্রামট্রাক তাকে চাঁপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

Side banner