ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ৩১৬৪ মামলা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জানুয়ারি ৪, ২০২৫, ০৬:৪১ পিএম ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ৩১৬৪ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় গত দুদিনে ৩ হাজার ১৬৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

 

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) ও শুক্রবার (৩ জানুয়ারি) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ হাজার ১৬৪টি মামলা করা হয়েছে।

 

এছাড়া অভিযানে ৫৮টি গাড়ি ডাম্পিং ও ৮৭টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Side banner