ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৮, ২০২৪, ১১:৪৬ এএম রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. নুরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

সোমবার (৭ অক্টোবর) রাতে বিমানবন্দর থানার কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত নুরুজ্জামান বরিশালের গৌরনদী উপজেলার হাজিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কর্মসূত্রে তিনি রাজধানীর কাওলা এলাকায় থাকতেন।

 

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. জামাল হোসেন বলেন, নিহত নুরুজ্জামান সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলীর (চিফ ইঞ্জিনিয়ার) গাড়িচালক ছিলেন। রাত পৌনে ৯টার দিকে কাওলা স্টাফ কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান, নুরুজ্জামান আর বেঁচে নেই।

 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Side banner