দিনব্যাপী অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন-২০২৫
(২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে আয়োজন করে এ বছরের পিকনিক স্পট ছিলো বান্দরবানের নীলাচল ও মেঘলা– নৈসর্গিক সৌন্দর্যে ভরা পর্যটন কমপ্লেক্স।বনভোজনে খাবারের আয়োজন ছাড়াও বিভিন্ন রকমের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার আয়োজন ছিলো।
এসোসিয়েশনের সদস্যরা প্রতিটি অনুষ্ঠান ও স্পটগুলোর সৌন্দর্য আনন্দের সাথে উপভোগ করেন এবং পরস্পর আড্ডায় মেতে ওঠেন।
ভোরের মালঞ্চ দেয়া সাক্ষাৎকারে এসোসিয়েশনের সভাপতি এস. এ. রহমান বলেন– “এ ধরনের আয়োজন থেকে প্রমাণিত হয় যে, লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বরং সাংস্কৃতিক দিক থেকেও অন্যদের থেকে এগিয়ে।”
সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বলেন– “এ ধরনের কার্যক্রম সদস্যদের মাঝে বন্ধুত্ব, সৌহার্দ্য, ও সংগঠনের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে।”
আপনার মতামত লিখুন :