ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আবাহনীকে হারিয়ে তিনে তিন মোহামেডানের

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:২৯ পিএম আবাহনীকে হারিয়ে তিনে তিন মোহামেডানের

এবার রোমাঞ্চকর লড়াইয়ে আবাহনীকে হারিয়ে দিয়েছে মোহামেডান। ঢাকার সেই পুরনো ডার্বিই যেন ফিরল আবার। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে মোহামেডান।

 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটা হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। বাঁ দিক থেকে আসা ক্রসে ছোট ডি-এর ভেতরে অনেকটা লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান মোহামেডানের অধিনায়ক ও মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

 

সব নাটকীয়তাই যেন ভর করেছিল ম্যাচের শেষ সময়ে। বিশেষ করে ম্যাচের যোগ করা সময়ের ৫ মিনিটে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবাহনীকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন আকাশ। গোলবারে বলকে রাখতে পারলেই গোল করার এমন সুযোগ পেয়েও কল্পনাতীতভাবে মিস করলেন তিনি। সুমন রেজার পাসটা পোস্টর বাইরে মারলেন আকাশ। তার মিসের পরেই আবাহনীর খেলোয়াড়দের মাথায় হাত।

 

তবে এরপরেই ম্যাচের বড় নাকটীয়তা শুরু হয়। একদম শেষ মুহূর্তে গোল করে আবাহনী। কিন্তু আগেই রেফারি অফসাইডের পতাকা তুলে ধরায় সমতায় ফেরা হয়নি আবাহনীর।

 

পরে সহকারী রেফারিকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। তাতে অবশ্য লাভ হয়নি আবাহনীর।  

 

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দিয়াবাতের জয়সূচক গোলেই লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেও তারা।

Side banner