ব্রিসবেনের গ্যাবায় ভারত-অস্ট্রেলিয়া টেস্টের চারদিনেই বাগড়া দিয়েছে বৃষ্টি। সবমিলিয়ে মাত্র ১৯২ ওভার হয়েছে চতুর্থ টেস্টে। এখনও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। তবে ভারতকে হার থেকে বাঁচিয়ে দিয়েছে বিরূপ এই আবহাওয়া। চতুর্থ দিন শেষে ১৯৩ রানে পিছিয়ে থাকা ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৫২ রান। ম্যাচে ফলো-অনেরও শঙ্কা ছিল রোহিত শর্মার দলের সামনে। যা তারা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার ব্যাটে এড়াতে পেরেছে।
বোর্ডার-গাভাস্কার ট্রফির চলমান তৃতীয় টেস্ট দুই দলেরই লিড নেওয়ার লড়াই। আগের দুই টেস্ট শেষে ১-১ সমতা রয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচটিতে বারবারই বিঘ্ন ঘটিয়ে চলেছে ব্রিসবেনের বৃষ্টি। আজ (মঙ্গলবার) চতুর্থদিনও তা কয়েক দফায় হানা দিয়েছিল। ফলে খেলা হয়েছে ৫৮ ওভারের মতো। প্রকৃতির এমন বিরূপ আচরণ কার্যত ম্যাচের ফল ড্রয়ের দিকে ঠেলে দিয়েছে। আগামীকাল পঞ্চম দিন মির্যাকল না ঘটলে ভিন্ন কিছুর সুযোগ নেই!
এর আগে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। আজ খেলতে নেমে শুরুতেই আউট হতে পারতেন রাহুল। প্যাট কামিন্সের বলে ৩৪ রানে থাকা অবস্থায় স্লিপে তার ক্যাচ ফেলেছেন স্টিভ স্মিথ। কয়েক ওভার পর কামিন্সই রোহিত শার্মাকে কট বিহাইন্ড করে স্বাগতিকদের এনে দেন দিনের প্রথম সাফল্য। রানখরায় ভোগা ভারতীয় অধিনায়ক ফিরলেন মাত্র ১০ রান করে। ৭৪ রানে ৫ উইকেট হারানো সফরকারীদের পথ দেখায় রাহুল-জাদেজা জুটি।
দুজনের ৬৭ রানের জুটি ভাঙে রাহুলের বিদায়ে। আগেরবার জীবন দেওয়া স্মিথই এবার দৃষ্টিনন্দন ক্যাচ নেন রাহুলের। নাথান লায়নের বলে কাট শট খেলতে গিয়ে ভারতীয় ওপেনারের সেঞ্চুরিও হাতছাড়া। ১৩৯ বলে ৮ চারে ৮৪ রান করে ফেরেন রাহুল। প্রথম দুই টেস্টে না খেলা জাদেজা ফিরেই ১ ছক্কা ও ৭ চারে খেলেন ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এ ছাড়া আর কেউ বলার মতো রান পাননি। তবে শেষ উইকেটে জাসপ্রীত বুমরাহ (১০) ও আকাশ দ্বীপ (২৭) ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন। তাদের ব্যাটেই মূলত ফলোঅন এড়ায় ভারত, এখনও পিছিয়ে ১৯৩ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক কামিন্স। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় তিনি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্সকে (১১৭) টপকে তিনে উঠে গেলেন। এই তালিকায় তার ওপরে আছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনিং অলরাউন্ডার রিচি বেনো (১৩৮) ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান (১৮৭)।
এ ছাড়া চলমান টেস্টে মিচেল স্টার্ক ৩, জশ হ্যাজলউড ও লায়ন ১টি করে উইকেট শিকার করেছেন। তবে অজিদের দুঃসংবাদ দিয়েছে হ্যাজলউডের ইনজুরি। চলতি টেস্ট তো বটেই, বাকি দুই টেস্টে তাকে পাবে না স্বাগতিক অস্ট্রেলিয়া।
আপনার মতামত লিখুন :