ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বিপদে পড়া অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটির চোখ রাঙানি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:২৩ পিএম বিপদে পড়া অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটির চোখ রাঙানি

টেস্ট ইতিহাসে একমাত্র বোলার হিসেবে ২০ রানের কম গড়ে ২০০ তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ভারতের জসপ্রিত বুমরাহ। বুমরার সঙ্গে তাল মিলিয়ে ৯১ রানেই ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার কাছ থেকে ম্যাচ নিজেদের নাগালে নিয়ে আসে ভারত। তবে লায়ন–বোল্যান্ড দশম উইকেট জুটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে চলে গেছে অস্ট্রেলিয়া।

 

রোববার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শেষ করা স্বাগতিকেরা এখন ৩৩৩ রানে এগিয়ে। আগামীকাল শেষ দিনে অস্ট্রেলিয়া যদি আর কোনো রান নাও যোগ করে, রান তাড়ায় ভারতকে বড় চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে হবে।

 

বুমরা ও সিরাজের তোপে পড়ে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮০ থেকে দ্রুতই ৬ উইকেটে ৯১ রানে পরিণত হয়েছিল। সপ্তম উইকেট জুটিতে লাবুশেন–কামিন্স গড়ে তোলেন ৫৭ রানের জুটি। ভারতের কাঁটা হয়ে থাকা জুটিটা ভাঙে সিরাজের বলে লাবুশেনের আউটে। আউট হওয়ার আগে ১৩৯ বল খেলে করেন ৭০ রান। এরপর মিচেল স্টার্ক রানআউট আর কামিন্স জাদেজার বলে ফিরলে অস্ট্রেলিয়াকে দুই শ রানের আগেই থামানোর সুযোগ আসে ভারতের। কিন্তু লায়ন–বোল্যান্ড জুটিতে সেই সুযোগ হাতছাড়া হয়।

 

অপরাজিত থেকে মাঠ ছেড়ে যাওয়া লায়ন–বোল্যান্ড জুটি ১৭.৫ বল টিকে থেকে যোগ করেছে ৫৫ রান। দিনের শেষ ওভারে বুমরাকে দুটি চার মারা লায়ন অপরাজিত ৫৪ বলে ৪১ রানে। অপরপ্রান্তে থাকা বোল্যান্ড রান করেছেন মাত্র ১০, কিন্তু খেলেছেন মূল্যবান ৬৫ বল।

 

ভারতের সামনে এখন পর্বতারোহণের চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া আগামীকাল সকালে কোনো রান না করলেও এমসিজির রেকর্ড রান তাড়া করতে হবে রোহিত–কোহলিদের। মেলবোর্নে চতুর্থ ইনিংসে কোনো দল সর্বোচ্চ তাড়া করতে পেরেছে ৩৩২ রান, ১৯২৮ সালে ইংল্যান্ড।

 

এরআগে, প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিনশুরু করে ভারত। নীতীশ কুমার রেড্ডির ১১৪ রানের ইনিংস থামলে ১০ উইকেটে ৩৬৯ সংগ্রহ পায় ভারত।

 

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)

 

অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২২৮/৯ (লাবুশেন ৭০, লায়ন ৪১*, কামিন্স ৪১; বুমরা ৪/৫৬, সিরাজ ৩/৬৬)। ভারত: প্রথম ইনিংসে ৩৬৯ (নীতীশ ১১৪, জয়সোয়াল ৮২, সুন্দর ৫০; বোল্যান্ড ৩/৫৭, কামিন্স ৩/৮৯, লায়ন ৩/৯৬)।

Side banner