আইপিএল তো বটেই, ক্রিকেটের ইতিহাসেই এবি ডি ভিলিয়ার্স এক কিংবদন্তি নাম। ব্যাট হাতে প্রোটিয়া এই ব্যাটারের বহু কীর্তিই ক্রিকেটের রেকর্ডবুক সমৃদ্ধ করে রেখেছে। আইপিএলেও ব্যতিক্রম কিছু না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা না জিতলেও বহু রেকর্ডই একান্ত নিজের করে রেখেছিলেন তিনি।
এক মাঠে টানা ৫ পঞ্চাশ ছাড়ানো ইনিংসের রেকর্ডটাও এতদিন ছিল কেবলই এবি ডি ভিলিয়ার্সের। গতকাল অবশ্য তাতে ভাগ বসিয়েছেন ভারতের সাই সুদর্শন। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার আহমেদাবাদের নিজের ঘরের মাঠে তুলে নিয়েছেন টানা ৫ম পঞ্চাশোর্ধ। তাতেই আইপিএলের ইতিহাসে ডি ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসালেন এই ভারতীয়।
বেঙ্গালুরুর হয়ে ২০১৮ এবং ২০১৯ আসর মিলিয়ে ঘরের মাঠ চিন্নাস্বামীতে টানা ৫ ফিফটি হাঁকিয়েছিলেন ডি ভিলিয়ার্স। ৯০*, ৬৮৯, ৬৯, ৭০* এবং ৬৩ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ব্যাটার। সাই সুদর্শন একটা বিবেচনায় অবশ্য খানিক এগিয়ে থাকবেন। ডি ভিলিয়ার্স কোনো সেঞ্চুরি না পেলেও আহমেদাবাদে সুদর্শনের আছে একটা সেঞ্চুরিও। খেলেছেন ৮৪*, ১০৩, ৭৪, ৬৩ এবং ৮২ রানের ইনিংস।
আইপিএলে এক মাঠে টানা পাঁচ ৫০+ ইনিংস
এবি ডি ডিলিয়ার্স - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চিন্নাস্বামী স্টেডিয়াম (২০১৮ এবং ২০১৯)
সাই সুদর্শন - গুজরাট টাইটান্স, নরেন্দ্র মোদি স্টেডিয়াম (২০২৪ এবং ২০২৫)
সাই সুদর্শন অবশ্য আরও অনেক তালিকাতেই নাম তুলেছেন নিজের ক্ষুরধার ফর্মের কল্যাণে। আইপিএলে প্রথম ৩০ ইনিংস শেষে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান তার। করেছেন ১ হাজার ৩০৭ রান। সামগ্রিকভাবে আছেন দুইয়ে। ৩০ ইনিংস শেষে সবচেয়ে বেশি ১ হাজার ৩৩৮ রান শন মার্শের।
আইপিএলে প্রথম ৩০ ইনিংসে সর্বোচ্চ রান
১৩৩৮ - শন মার্শ (অস্ট্রেলিয়া)
১৩০৭ - সাই সুদর্শন (ভারত)
১১৪১ - ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
১০৯৬ - কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড
অবশ্য এই দুই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও আর দুই কীর্তিতে সুদর্শনের নাম আছে সবার ওপরে। আইপিএল ইতিহাসে প্রথম ৩০ ইনিংসে সবচেয়ে বেশি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই ভারতীয়। তার ত্রিশ পেরুনো ইনিংস আছে ২১ টি। পেছনে ফেলেছেন শন মার্শের ২০টি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি।
আর সিঙ্গেল ডিজিটে সবচেয়ে কম আউটের নজিরও তার। শেন ওয়াটসন প্রথম ৩০ ইনিংসে ৩ বার আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। আর ২ বার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন সাই সুদর্শন।
আপনার মতামত লিখুন :