ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ২০, ২০২৫, ০৪:০০ পিএম ‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশ

আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা... প্রতিটি ম্যাচই আন্তর্জাতিক ম্যাচ– সিলেটে ম্যাচ শুরুর আগে জিম্বাবুয়ে চ্যালেঞ্জ জানাতে পারে, এমন একটা আভাস দিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। মাঠের ক্রিকেটে তার দলের সতীর্থরা যেন সেই কথার মান রাখতেই বেশ ব্যস্ত। সিলেট টেস্টের প্রথম দিনে শীর্ষ ব্যাটারদের প্রত্যেকেই হতাশ করেছেন দর্শকদের। 

 

স্কোরবোর্ডে ভদ্রস্থ পুঁজি করার আগেই সাজঘরে ফিরছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান। ব্যাটারদের আসা যাওয়ার এই মিছিলে একমাত্র বলার মতো অর্জন মুমিনুল হকের ৫৬ রানের ইনিংসটা।  

 

লাঞ্চের আগে দুই উইকেট হারানো বাংলাদেশ বিপাকে পড়েছে পানি পানের বিরতির পর থেকে। জিম্বাবুয়ের বোলিংটাই যেন এখন বাংলাদেশের ব্যাটারদের কাছে রীতিমত দূর্বোধ্য। 

 

সকালের আলোতে ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে খানিক চাপে পড়েছিল বাংলাদেশ। সেটা সামাল দিয়েছিল শান্ত এবং মুমিনুলের ৬৬ রানের জুটি। লাঞ্চের পর শান্ত আউট হলেন ব্লেসিং মুজারাবানির ফাঁদে পড়ে। শর্ট লেন্থ আর ফুল লেন্থের ধাঁধায় বিভ্রান্ত করেছিলেন বাংলাদেশ অধিনায়ককে। ৪০ রানে ফেরেন তিনি। 

 

নতুন ক্রিজে আসা মুশফিকুর রহিম করেছেন মোটে ৪ রান। ওয়েলিংটন মাসাকাদজার একেবারেই নিরীহদর্শন বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন তিনি। খানিকবাদে সেই মাসাকাদজার বলে একইরকমের শট খেলে আউট হন মুমিনুল হক। যদিও আউটের আগে তুলে নেন আরও একটা ফিফটি। মুমিনুলের পর ক্রিজে এসে মিরাজ টিকলেন ৪ বল। মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ সহ-অধিনায়ক।   

 

এই মুহূর্তে ক্রিজে আছেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। চলছে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা। 

Side banner