ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কিউআর কোড স্ক্যান করে প্রতারণার ফাঁদে পুলিশ!

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:৫৩ পিএম কিউআর কোড স্ক্যান করে প্রতারণার ফাঁদে পুলিশ!

দোকানে কিউআর কোড স্ক্যান করে  প্রতারণার ফাঁদে একের পর এক অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৩০ হাজার টাকা হারিয়েছেন এক পুলিশ কনস্টেবল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুণেতে।

 

পুলিশ কনস্টেবলের দাবি, তিনি কাউকে ওটিপি শেয়ার করেননি। তারপরও এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, পুণের সাসওয়াড়ের গ্রামীণ পুলিশের কনস্টেবল ওই ব্যক্তি। এক দোকানে জিনিসপত্র কিনে কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করেন তিনি। এর কিছুক্ষণ পর তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় ১৮ হাজার ৭৫৫ টাকা। 

 

প্রতিবেদনে আরও বলা উল্লেখ করা হয়, আশ্চর্যের বিষয়, তার স্যালারি অ্যাকাউন্ট থেকে ৫০ টাকা রোখে বাকি ১২ হাজার ২৫০ টাকা তুলে নেওয়া হয়। ওই পুলিশকর্মীর গোল্ড লোন অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৯০ হাজার টাকা লেনদেনের জন্য একটি ওটিপি আসে। পুলিশকর্মী দাবি সেই ওটিপি তিনি কাউকে শেয়ার করেননি তারপরও টাকা কেটে নেওয়া হয়।

 

শুধু তাই নয়, ক্রেডিট কার্ড থেকে ১৪ হাজার টাকা তুলে নেওয়ার চেষ্টা চালায় অপরাধীরা। যদিও তার আগেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার কারণে সেই টাকা তুলতে পারেনি অপরাধীরা। 

 

এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ কর্মী। প্রাথমিক তদন্তে বলা হয়, প্রতারকরা ম্যালিসিয়াস ফাইল পাঠিয়েছিল ওই পুলিশকর্মীর মোবাইলে। কোনোভাবে তাতে ক্লিক করেন তিনি। যার ফলে ওনার ফোনের অ্যাক্সেস চলে যায় প্রতারকদের কাছে। সেখান থেকে সমস্ত তথ্য নিয়ে একের পর এক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় প্রতারকরা।

 

Side banner