ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি জালিয়াতি হয়

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জানুয়ারি ৫, ২০২৫, ০৩:০৯ পিএম হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি জালিয়াতি হয়

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি জালিয়াতি হয়। মানুষকে বোকা বানাতে সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ। সেই তুলনায় পিছিয়ে টেলিগ্রাম, ইনস্টাগ্রামের মতো অ্যাপসগুলো।

 

আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতরণার ঘটনায় সবচেয়ে বড় ফাঁদ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। কখনও শেয়ারে লগ্নি করে বিপুল লাভের হাতছানি, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করা, কখনও বা অন্তরঙ্গ ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দিয়ে টাকা হাতানো। 

 

বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যাতত্ত্বের তুলনায় এই তথ্য অনেকটাই কম। বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় সামাজিক লজ্জার কারণে পুলিশে অভিযোগ জমা পড়ে না। প্রশ্ন হল, হোয়াটসঅ্যাপ কেন জালিয়াতদের পছন্দের মাধ্যম?

 

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপ একটি সহজ অ্যাপ্লিকেশন। আমজনতার অধিকাংশই এই পরিষেবা ব্যবহার করেন।

Side banner