নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন ওরফে সৌরভ , ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ খোকন ,৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হাজেরা আক্তার নাজনীন।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হানিফ সবুজ। এর আগে, গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ সচিব মোয়াজ্জেম হোসেন, প্রবীণ ইউপি সদস্য মো. জামাল উদ্দিনসহ সকল ইউপি সদস্যবৃন্দ।
চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জামাল উদ্দিন বলেন,প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ৮ ভোট পেয়ে দিদার হোসেন সৌরভ ১নং, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ ফরিদ খোকন ২য় এবং ৭ ভোট পেয়ে হাজেরা আক্তার নাজনীন ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :