ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পাটুরিয়ায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জানুয়ারি ১৭, ২০২৪, ০৯:৪৫ এএম পাটুরিয়ায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ায় কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 

গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া ৫নং ফেরিঘাটে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার ৮ মিনিটের মধ্যে প্রথমে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে উপস্থিত হয়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও একটি ডুবুরি ইউনিট সেখানে যায়।

 

এ নিউজ লেখা পর্যন্ত ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Side banner