সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাঁও খেয়াঘাটের পাশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮), বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া ও অন্য আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরা সবাই চেলা নদীতে বালু ও পাথর উত্তোলনের কাজ করতেন।
ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে খারাপ আবহাওয়া থাকার পর সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় নদীতে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আচমকা একটি বজ্র এসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তাদের সঙ্গে থাকা কয়েকজন। পরে হাসপাতালে আরও একজন মারা যান।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত জটিলতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :