প্রিয়জনের ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে বাড়ি ফিরছে মানুষ।
শনিবার সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও যানজট না থাকায় ভোগান্তি ছিলো না ঘাটে। ফলে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই নৌরুটে বর্তমানে ২০টি ফেরি ও ৩০টি লঞ্চ চলাচল করছে।
ঘাট পরিদর্শনে এসে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ জানান, কেউ যাতে ঘাটে চাদাবাজি, চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাতে না পারে সে জন্য চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ফলাফলে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ।
আপনার মতামত লিখুন :