ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঈদযাত্রায় ভোগান্তি নেই দৌলতদিয়া ঘাটে

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুন ১৫, ২০২৪, ০১:২৪ পিএম ঈদযাত্রায় ভোগান্তি নেই দৌলতদিয়া ঘাটে

প্রিয়জনের ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে বাড়ি ফিরছে মানুষ।

 

শনিবার সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও যানজট না থাকায় ভোগান্তি ছিলো না ঘাটে। ফলে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই নৌরুটে বর্তমানে ২০টি ফেরি ও ৩০টি লঞ্চ চলাচল করছে।

 

ঘাট পরিদর্শনে এসে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ জানান, কেউ যাতে ঘাটে চাদাবাজি, চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাতে না পারে সে জন্য চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ফলাফলে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ।

Side banner