ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিলেটে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুন ১৫, ২০২৪, ০২:৫২ পিএম সিলেটে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন। 

 

শনিবার ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গিলাতৈলে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। 

 

টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারিরা চিনি ভর্তি একটি মিনি ট্রাক এবং ১১টি পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

 

বিজিবি টহল দল ট্রাক এবং পিকআপগুলো তল্লাশি করে আনুমানিক ৫৬ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লক্ষ ৫০ হাজার টাকা। 

 

ভারত থেকে চোরাচালান করা এই চিনি কাস্টমস বিভাগে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

 

বিজিবি জানায়, এমন চোরাচালান হয়ে আসা মালামাল আটক করতে জকিগঞ্জ ব্যাটালিয়নে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে, চালানো হচ্ছে অভিযান।

Side banner