ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিলেটে সুরমার পানি বিপদসীমার নিচে

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুন ২৬, ২০২৪, ০২:১৮ পিএম সিলেটে সুরমার পানি বিপদসীমার নিচে

সিলেটের দুটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে এসেছে। বুধবার সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

 

অপরদিকে কুশিয়ারা নদীর পানি অমলসিদ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পাউবো জানিয়েছে, মঙ্গলবারের তুলনায় প্রত্যকটি পয়েন্টে পানি তিন থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে। 

অন্যদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, পানি নামতে শুরু করা হয় বন্যার ক্ষতগুলো ভেসেও উঠছে কবলিত এলাকাগুলোতে। পানি কমে যাওয়াতে প্রতিদিনই আশ্রয় কেন্দ্র ছাড়ছে মানুষ।

এর মধ্যেই রাস্তাঘাট, মৎস্য ও কৃষিতে ৭৭৯ কোটি ছয় লাখ ৬৬ হাজার টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। 

সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে,  জেলায় পানিবন্দি রয়েছেন সাত লাখ ৮৯ হাজার ১৩১ জন। জেলার ৭৩৪ আশ্রয়কেন্দ্রের মধ্যে ২৫৮ কেন্দ্রে আছেন ১২ হাজার ৯০৫ জন। এর আগে সোমবার সিলেট জেলায় পানিবন্দি ছিলেন আট লাখ ৩৩ হাজার ৬৫ জন। রোববার পর্যন্ত ছিলেন আট লাখ ৫২ হাজার ৩৫৭ মানুষ। 

 

অপর দিকে সিলেট সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, নগরের ২৫০ কিলোমিটার রাস্তায় পানি ওঠায় আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Side banner